বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইডেন

News Sundarban.com :
জুলাই ৩, ২০১৮
news-image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইডেন। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার প্রত্যাশিত জয় পেল সুইডিশরা । ম্যাচের ৬৬ মিনিটে একমাত্র গোলটি করেন ফর্সবার্গ। বিশ্বকাপ থেকে অবশেষে বিদায় জাকা, শাকিরিদের। ম্যাচের ৯৪ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউল করে লালকার্ডও দেখেন সুইৎজারল্যান্ডের ল্যাং। গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ এদিন নষ্ট করেন সুইসরাও ৷ ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৷ ফর্সবার্গের শট সুইৎজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জির পায়ে লেগে গোলে ঢুকে যায়।