বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঞ্জাব সরকার মাদক চোরাচালান রুখতে বড়সড় পদক্ষেপ নিল

News Sundarban.com :
জুলাই ২, ২০১৮
news-image

পাঞ্জাব সরকার মাদক চোরাচালান রুখতে বড়সড় পদক্ষেপ নিল । মাদক পাচার ও চোরাচালনকারীদের জন্য কেন্দ্রের কাছে মৃত্যুদণ্ডের সুপারিশ করছে ক্যাপ্টেন অমরিন্দর সিং মন্ত্রিসভা। সম্প্রতি রাজ্যে মাদকের অতিরিক্ত নেশায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। শুধু তাই নয় ভেজাল ড্রাগের বলিও হয়েছে কয়েকজন। তারপরই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন অমরিন্দর। এদিন তিনি ট্যুইট করেন, ‘ড্রাগ পাচারকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সুপারিশ করছে সরকার। এনিয়ে কেন্দ্রের কাছে শীঘ্রই সুপারিশ পাঠানো হবে। মাদক চোরাচালান রাজ্যের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মাদকমুক্ত পাঞ্জাব চাই।’ নির্বাচনী প্রচারে রাজ্য থেকে মাদক চোরাচালান নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অমরিন্দর সিং। তাকেই এখন হাতিয়ার করেছে আপ ও শিরোমনি অকালি দল। তাতেই ক্রমশ চাপ বাড়ছিল রাজ্য সরকারের ওপরে। রাজনৈতিক মহলের ধারনা সেই চাপেই, এবার কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।