রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ শুরু হল

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ শুরু হল । পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ২৬টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুলাই। পাবলিক সার্ভির কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সব পদগুলিই সাময়িক। জেলা গণশিক্ষা সম্প্রসারণ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, গণশিক্ষা সম্প্রসারণ ও চিফ সুপারিনটেনডেন্ট নেওয়া হবে ১৬ জন। এই ১৬টি শূন্যপদের জন্য বয়সের সীমা ৩৬ বছর। বেতনক্রম ১৫ হাজার ৬০০ থেকে ৪২ হাজার টাকা।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের যৌথ ডাইরেক্টর পদেও নেওয়া হবে দুজনকে। এই দুটি পদই তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। এই পদেরও বেতনক্রম একই। এছাড়া পিডব্লুডি-র অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পদের জন্যও লোক নেওয়া হবে। এই বিভাগে শূন্যপদ ৮টি। এক্ষেত্রেও বয়সের সীমা ও বেতনক্রম একই বলে জানানো হয়েছে।
জেলা গণ শিক্ষা সম্প্রসারণ অফিসার\অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, গণ শিক্ষা সম্প্রসারণ\চীফ সুপারিটেন্ডেন্ট-
শূন্যপদের সংখ্যা: ১৬টি৷
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা তার সমতুল্য কোনও ডিগ্রি৷
ii) বাংলা ভাষায় জ্ঞান- লেখা ও কথা বলা৷
অভিজ্ঞতা: সামাজিক শিক্ষায় তিন বছর কাজ করার অভিজ্ঞতা অথবা কোনও নামী অর্গানাইজেশনে ওয়েলফেয়ার কাজ করার অভিজ্ঞতা৷
কাম্য: i) শিক্ষকতা বা এডুকেশনে ডিগ্রি৷ অথবা, শরীরশিক্ষা বা তার সমতুল্য কোনও কিছুতে ডিগ্রি৷
ii) সঙ্গীত, শিল্প এবং ক্র্যাফট, নাটক ইত্যাদির মতো নান্দনিক দক্ষতা৷
iii) প্রশাসনিক অভিজ্ঞতা৷
বয়সসীমা: ২০১৮ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ ৩৬ বছর৷
বেতন কাঠামো: ৫৪০০ টাকা গ্রেড পে সহ ১৫৬০০-৪২০০০ টাকা৷
পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অধীনে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক-
শূন্যপদের সংখ্যা: ৮টি৷
শিক্ষাগত যোগ্যতা: i)কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে ডিগ্রি বা তার সমতুল্য কোনও ডিগ্রি৷
ii) প্রার্থীকে কাউন্সিল অফ আর্কিটেকচারে রেজিস্ট্রার থাকতে হবে৷
বয়সসীমা: ২০১৮ সালের ১ জানুয়ারিতে সর্বোচ্চ ৩৬ বছর৷
বেতন কাঠামো: ৫৪০০ টাকা গ্রেড পে সহ ১৫০০০-৪২০০০ টাকা৷
এছাড়াও জানানো হয়েছে সবকটি পদের ক্ষেত্রেই বাংলা বলতে বা লিখতে পারা আবশ্যক। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পিএসসিডব্লুবি ওয়েবসাইটে যেতে হবে। প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফি দিতে হবে৷ এই ফি ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং-এর মাধ্যমে অনলাইনে জমা করা যাবে৷ এ ছাড়া, ব্যাংকে পেমেন্ট চালানের মাধ্যমেও জমা করা যাবে আবেদন ফি৷ এই পেমেন্ট চালান পিএসসিডব্লুবি-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন৷ যদিও, এসসি, এসটি এবং পিডব্লুডি প্রার্থীদের এই আবেদন ফি দিতে হবে না৷
কী করে আবেদন করবেন?
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.pscwbapplication.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত৷ এই আবেদন ফর্ম ও আবেদন ফি জমা করার
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু: ২৬.০৬.২০১৮
অনলাইন আবেদনের শেষ দিন: ১৭.০৭.২০১৮
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট: www.pscwbapplication.in