শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে

News Sundarban.com :
জুলাই ১, ২০১৮
news-image

ভয়াবহ বাস উত্তরাখণ্ডের পৌরি গারোয়ালে দুর্ঘটনায় মৃত্যু হল ৪৮ জনের ঘটনায় আহত হয়েছেন ১২ জন। ২২ আসনের বাসে ৬০ জন যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ২২, মহিলা ১৬ এবং শিশু ১০ জন। বাস খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সকাল ৮.৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভাউন থেকে রামনগর যাওয়ার পথে কোটদ্বারে বাঁক নিয়ে গিয়ে উত্তরাখণ্ডে নথিভুক্ত বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে ৬০ মিটার নিচে খাদে গিয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৪ জনের। ধূমাকোটের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও ৪ জনের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে দেরাদুন থেকে হেলিকপ্টার পাঠানো হয়। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রথমের দিকে উদ্ধারে বেগ পেতে হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। তবে উদ্ধার কাজে প্রথমেই হাত লাগান স্থানীয়রা। পরবর্তী চিকিৎসার জন্য আহতদের ঋষিকেশের এইমস-এ নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ঋষিকেশে সাতটি অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আহতদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া যাচ্ছে না। দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী টিএস রাওয়াত। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার খরচও উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।