শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়াতে অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার

News Sundarban.com :
জুন ২৯, ২০১৮
news-image

নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ মা-মাটি মানুষের সরকারের। সম্পূর্ণ বিনামূল্যে স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের বিমা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। দুর্ঘটনাজনিত কারণে বিমার টাকা বাড়িয়েও দেওয়া হয়েছে। ইতিপূর্বেই তা বেড়ে হয়েছে দু-লক্ষ টাকা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ৬০ হাজার টাকার বিমা দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনাজনিত কারণে ডে-কেয়ার বিভাগে চিকিৎসায় পাঁচ হাজার টাকা পাওয়া যাবে বিনামূল্যে। হাসপাতালে ভর্তিকালীন প্রতিদিন ১০০ টাকা করে সাহায্য পাবেন আহত ব্যক্তি। সর্বাধিক ৩০ দিন পাওয়া যাবে এই সাহায্য। দুর্ঘটনাজনিত কারণে দু-লক্ষ টাকা বিমা ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ২৫০০ টাকা অতিরিক্ত সাহায্য পাওয়া যাবে। দুর্ঘটনায় মৃত সদস্য বা সদস্যার সন্তানদের পড়াশোনার জন্যও ২৫ হাজার টাকা অতিরিক্ত সাহায্য মিলবে। স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের জন্য এই বিমা প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমাজসাথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিষেবা প্রদানের ব্যাবস্থ করা হয়েছে। সেই প্রকল্প চালুর পরই সদস্য ও সদস্যাদের বিমাও আওতায় আসার আহ্বান জানানো হয়েছে। চালু করা হয়েছে হেলপ্ লাইন নম্বরও। সেইসঙ্গে তাদের স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হয়েছে।