বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের কে সাহায্য

News Sundarban.com :
জুন ২৪, ২০১৮
news-image

দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ব্লকের বিভিন্ন  এলাকায় সফলভাবে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পাশ করার পর দারিদ্রতার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় অনেক ছাত্র-ছাত্রী।তাদেরকে নিয়ে সংবাদপত্রেও অনেক সংবাদ পরিবেশিত হয়। সেইসব ঃস্থ ছাত্র-ছাত্রীরা যাতে ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্যানিংয়ের “ডঃ সুধীন্দ্র নাথ ভট্টাচার্য্য মেমোরিয়াল ট্রাষ্ট”।রবিবার ক্যানিংয়ের সঞ্জয়পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় কুড়িজন ছাত্র-ছাত্রীর হাতে অার্থিক অনুদান তুলে দেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতীর সোসাইটির সম্পাদক সুদীপ সেন,বিশিষ্ট শিক্ষক যাদব চন্দ্র বৈদ্য,মহিতোষ দাস,সুশান্ত পাত্র,শেফালী পাত্র,কৌশিক সহ বিশিষ্টরা। বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক এবং অধ্যাপক ডঃ সুধীন্দ্র নাথভট্টাচার্য্যের প্রিয়ছাত্র অমল পন্ডিত বলেন “একদা ক্যানিংয়ের ট্যাংরাখালী বঙ্কিম সরদার কলেজের অধ্যাপক প্রয়াত ডঃ সুধীন্দ্র নাথ ভট্টাচার্য্য মহাশয়ের ইচ্ছায় আমাদের এই কর্মযঞ্জ। আগামী দিনে যাতে করে এমন কর্মযঞ্জ প্রত্যন্ত সুন্দরবন সহ সারা বাংল ছড়িয়ে দিতে পারি তার জন্য প্রচেষ্ট চালিয়ে যাবো। ”
দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীরা অার্থিক সাহায্য পেয়ে খুবই আনন্দিত।