শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সমস্ত লজ বন্ধ হয়ে যাচ্ছে

News Sundarban.com :
জুন ২১, ২০১৮
news-image

তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ প্রচণ্ড দাবদাহে নাজেহাল শহরবাসী। গরমের দাপটে ঘরবন্দি মানুষ। যার জেরে ছেলেমেয়ের স্কুলে বাড়তি গরমের ছুটি মিলেছে, গরমের এক্টু স্বস্তি খুঁজতে ভাবছেন একটু পাহাড় বা জঙ্গলে ঘুরে আসবেন? কী ভাবছেন কম খরচে ঘুরে আসবেন? তা হলে বলবো ,একটু সবুর করুন। আসলে, বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত সরকারি লজ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সমস্ত লজ বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি হোটেলগুলির সঙ্গে পাল্লা দিতে সরকারি ট্যুরিস্ট লজগুলি ঢেলে সাজানো হচ্ছে। সব লজগুলি থ্রি স্টার হোটেলের মর্যাদা পাচ্ছে। কাজ শুরু করার জন্য আগামিকাল বৃহস্পতিবার থেকেই লজগুলির অন লাইন বুকিং বন্ধ করা হবে। আড়াই থেকে তিন মাস বন্ধ থাকবে সমস্ত লজ। রাজ্য পর্যটন দফতরের মোট ৪২ টি লজ রয়েছে। যার মধ্যে ১০ টি লজ আউট সোর্সে দেওয়া। বাকি ৩২টি, যেগুলির রক্ষণাবেক্ষণ সরাসরি সরকারের হাতে, সেগুলিকেই থ্রি স্টার ক্যাটেগরিতে উন্নীত করা হবে।পর্যটন দফতরের অধিকর্তা তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, এই কাজের পর সরকারি ব্যবস্থাপনা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
পুজোর ছুটিতে যাঁরা বেড়াতে যাবেন, তাঁরা সরকারি লজ বুকিং করে প্রথম উপভোগ করতে পারবেন এই উদ্যোগ।
প্রথম পর্যায় কাজ শুরু হবে পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর। প্রথমেই ডুয়ার্স, মৈনাক, মালদা, বাতাবাড়ি, মালবাজার, জলদাপাড়া, বহরমপুর, বকখালি, দীঘা ও মালঞ্চর লজগুলিতে কাজ হবে। বাকি ২২টির কাজ হবে দ্বিতীয় পর্যায়ে। ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।