মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

News Sundarban.com :
জুন ২০, ২০১৮
news-image

পর্তুগাল-১, মরক্কো-০

দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হাঙ্গেরির জার্সি গায়ে পুসকাস খেলেছিলেন১৯৪৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত খেলছিলেন তিনি ৷ ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকায় থাকা গোল অফ দ্য ইয়ার তাঁরই নামঙ্কিত ৷ রোনাল্ডো ভেঙে দিলেন ফেরেঙ্ক পুসকাসের প্রাচীন রেকর্ড ৷ বিশ্বকাপের মঞ্চে নিজের ৪ নম্বরটি সেরে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ান ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গেলেন তিনি ৷ পর্তুগালের হয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোল করলেন ম্যাচের একদম শুরুর মিনিটে। স্পেনের বিরুদ্ধে ম্যাচের চার মিনিটের মাথায়। মরক্কোর বিরুদ্ধেও বুধবার তিনি গোল করলেন সেই চার মিনিটে। আগের ম্যাচে তাঁর প্রথম গোল ছিল পেনাল্টি থেকে। এই ম্যাচে হেডে। পর্তুগাল-স্পেন ম্যাচের মতো দৃষ্টিনন্দন ফুটবল হয়নি এদিন। বরং রোনাল্ডোর দলের বিরুদ্ধে শুরু থেকেই মরক্কো কিছুটা ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবল খেলই শুরু করে। পর্তুগালের একের পর এক তারা রুখে দিচ্ছিল কড়া ট্যাকেলে। আর রোনাল্ডোর জন্যও ছিল বাড়তি সতর্কতা। এদিকে রোনাল্ডো বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে যে ফর্মের ঝলক দেখিয়েছেন তাতে রোনাল্ডোপ্রেমীরা এই বিশ্বকাপকে এখন থেকেই রোনাল্ডোর বিশ্বকাপ হিসেবে দেখছেন ৷