বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অটিজম টাউনশিপ তৈরি হতে চলেছে বাংলায়

News Sundarban.com :
জুন ১৯, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের পর বাংলা আরও একবার উজ্জ্বল হবে বিশ্বের দরবারে৷ অটিজম টাউনশিপ তৈরি হতে চলেছে বাংলায়৷ সবকিছু ঠিকঠাক এগোলে বিশ্বের দরবারে এই ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপের নজির ভারবর্ষে তো নেই-ই৷ গোটা বিশ্বের কোথাও এরকম কোনও টাউনশিপ নেই৷ অটিজম আক্রান্ত শিশুদের সঠিক পরিচর্যায় বড় করলে অনেক দূর যেতে পারে৷ অটিজম মূলত নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার৷ অটিজমের কারণে একটি শিশুর মানসিক বিকাশ আটকে যায়৷ কিন্তু তাতে ভেঙে পড়ার মত কিছু নেই৷ কেন না এই অটিস্টিক শিশুরাই কিন্তু বিশেষ কোনও ক্ষেত্রে নিজেদের পারদর্শীতাও দেখায়৷ দেখা যায় কেউ খুব ভাল ছবি আঁকে৷ কারও বা শুনে শুনে মনে রাখার প্রবণতা অত্যন্ত প্রখর৷ কেউ হয়তো বিজ্ঞান বিষয়ে তুখড়৷ কারও বা চিন্তাশক্তি অত্যন্ত প্রখর৷ গত ১৮ জুন চলে গেল অটিস্টিক প্রাইড ডে৷ ঠিক তার আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছে শিরাকোলের এই বিশেষ উদ্যোগের কথা ডায়মন্ডহারবার রোডের শিরাকোলে ৫০ একর জমিতে এই বিশেষ টাউনশিপটি তৈরি হবে৷ পুর ও নগর উন্নয়ন নিগমের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে এই সিদ্ধান্ত হয়৷ মউ সাক্ষরও হয়ে গিয়েছে৷ ৩৯ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও এসেছে৷ সূত্রের খবর, টাউনশিপের মধ্যে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে একটি বেসরকারি সংস্থা৷ ৬০০ কোটি টাকা বিনিয়োগে চার বছরের মধ্যে তৈরি হবে টাউনশিপটি৷ পরিকল্পনা রয়েছে এখানে একটি কলেজ তৈরিরও৷ যেখানে অটিজম নিয়ে বিভিন্ন গবেষণার কাজও করার সুযোগ পাওয়া যাবে৷ হাসপাতালের পাশাপাশি থাকছে বসবাসের আবাসন, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কনফারেন্স হল৷ যেসব শিশুরা অটিজমের শিকার তারা বিভিন্ন রকম প্রশিক্ষণও নিতে পারবে এখানে৷ তাদের জন্য নয়া দিগন্ত খুলে দিতেই দক্ষিণ ২৪ পরগনায় এই বিশেষ টাউনশিপটি তৈরির কথা ভেবেছে রাজ্য সরকার৷