বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ থেকে শুরু ট্রাক ধর্মঘট

News Sundarban.com :
জুন ১৮, ২০১৮
news-image

জ্বালানির মূল্যবৃদ্ধি ও থার্ড পার্টি ইনসিওরেন্স এর হার বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে অনির্দিষ্ট কালের জন্য লাগাতার ট্রাক ধর্মঘট শুরু হল। এক্ষেত্রে উল্লেখ্য, ধর্মঘটের দরুন যেমন এরাজ্যে ট্রাক ঢুকবে না, তেমনি এ রাজ্যে থেকেও ভিনরাজ্যে ট্রাক যাবে না। রাজ্যের মধ্যে চলাচলকারী, ট্রাক পরিষেবা বন্ধ থাকবে। সুতরাং ট্রাক মালিকদের এই আন্দোলনের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছে জনগন।দেশজুড়ে চলা এই ট্রাক ধর্মঘটে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের ট্রাক অপারেটর্স এসোসিয়েশন। পশ্চিমবঙ্গের ট্রাক অপারেটর্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বোস বলেন,-” জ্বালানির দাম এবং থার্ড পার্টি ইনসিওরেন্স এর হার বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ১৮ই জুন থেকে লাগাতার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কনফেডারেশন অব গুড ভেহিকেল ওনার্স এসোসিয়েশন। আমাদের আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে।”