শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কমল পেট্রোলের দাম

News Sundarban.com :
জুন ১৪, ২০১৮
news-image

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ তবে তারই মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দাদের সুখবর ৷ পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরোধীতায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঠাকরে ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের নবনির্মান সেনার সভাপতি রাজ ঠাকরে ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে সকালবেলাই সুখবর ৷ প্রত্যেক পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে পেট্রোলে বিপুল ছাড় ৷ এর জেরে সকাল থেকেই পেট্রোল পাম্পে লম্বা লাইন ৷ মহারাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোলে প্রতি লিটারে ৪ থেকে ৯ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেন ঠাকরে ৷ এদিন পেট্রোলের দাম ছিল ৮৪.২৬ টাকা প্রতি লিটারে ৷ দলের এক কর্মী জানিয়েছেন, এদিন সকাল ৮টা থেকে বিকেল অবধি এই ছাড় দেওয়া হবে ৷ বাইক বা স্কুটারের ক্ষেত্রে ৪ থেকে ৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে ৷ তিনি আরও জানাল শিবাডি কেন্দ্রে ৯ টাকা ছাড় দেওয়া হচ্ছে প্রতি লিটার পেট্রোলে ৷ তাই আর দেরি না করে সকাল থেকে বাইকের ট্যাঙ্ক ভর্তি করতে লম্বা লাইন বাইক আরোহীদের ৷