শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই হেভিওয়েটের ঐতিহাসিক বৈঠক

News Sundarban.com :
জুন ১২, ২০১৮
news-image

একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন । দুই হেভিওয়েটের ঐতিহাসিক বৈঠক । অবশেষে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জন উং৷ বৈঠক নিয়ে বহুদিন ধরে চর্চা চলছিল, সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে৷ জানিয়েছেন দুই দাপুটে দুই নেতাই৷ একসঙ্গে কাজ করে তাঁরা বড় সমস্যার ।সমাধান করতে পারবেন বলেও জানিয়েছেন ট্রাম্প ও কিম৷ এর থেকেই স্পষ্ট হচ্ছে আগামিদিনে একসঙ্গে কাজ করার পথে এগোবে বিশ্বের প্রভাবশালী দুই দেশই৷ সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের কাপেল্লা হোটেলে ট্রাম্পও কিমের বৈঠক হয়৷ ভারতীয় সময় সকাল ৭ নাগাদ শুরু হয় বৈঠক৷ প্রায় ৪৮ মিনিট চলে আলোচনা৷ অলোচনার প্রধান্য পেয়েছে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি৷ এছাড়াও বাণিজ্য ও নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পায়৷অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই বৈঠক হচ্ছে, বৈঠক শুরু আগে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বচ্চ নেতা৷ তাঁদের সম্পর্ক অসাধারণ, এই বিষয় কোন দ্বিমত নেই বলেই বৈঠক শুরুর আগে মন্তব্য করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ বিশ্ব বানিজ্য ও কূটনীতিতে এই বৈঠক কী প্রভাব ফেলে, তার দিকে নজর থাকবে অন্যান্য দেশগুলোর৷