শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে নতুন সুবিধা পেতে চলেছেন যাত্রীরা

News Sundarban.com :
জুন ১২, ২০১৮
news-image

সাধারণত তৎকাল টিকিট, যাত্রার ২৪ ঘণ্টা আগে কাটা যায় ৷ যেহেতু সিটের সংখ্যা কম থাকে তাই বুকিং খুলতেই কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট ৷ ফলে আপনার তরফ থেকে একটু দেরি হলেই আর টিকিট বুক করা সম্ভব নয় ৷ মাত্র এক দুই মিনিটের মধ্যে তৎকাল বুকিং শেষ হয়ে যায় ৷ যাত্রীদের এই সমস্যা দূর করতে ইন্ডিয়া ই ওয়ালেট পরিষেবা নিয়ে হাজির ভারতীয় রেল ৷ টিকিট বুক করার সময় যাত্রীরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ এই পরিষেবা অনেকটা পেটিএম এর মত ৷ ওয়ালেটে আগে থেকে টাকা রাখতে হয় ৷ ফলে টাকাট বুক করার সময় পেমেন্টে বেশি সময় লাগে না ৷ সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাওয়ায় আপনার টিকিটও বুক হয়ে যায় ৷ সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে ভারতীয় রেল ৷ আপাতত কেবল অ্যানড্রোয়েড ফোনে এই পরিষেবা মিলবে ৷ IRCTC ওয়েবসাইটে গিয়ে e-Wallet এ গিয়ে রেজিষ্ট্রার করুন ৷ ভেরিফিকেশনের জন্য আপনার আধার ও প্যান কার্ড নম্বর দিতে হবে ৷