ভারী বৃষ্টির জেরে কলকাতা রেলের পূর্ব শাখার সার্ভার বিকল

বৃষ্টিতে রীতিমতো বেহাল গোটা শহর। ভারী বৃষ্টির জেরে কলকাতা রেলের পূর্ব শাখার সার্ভার বিকল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় রেলওয়ে রিসার্ভেশন পরিষেবা। সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত যাত্রীরা কম্পিউটার মারফৎ টিকিট বুকিং করতে পারবেন না। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে– আশা করা হচ্ছে, আগামী পাঁচ ঘণ্টার মধ্যে সার্ভার মেরামতির কাজ শেষ হয়ে যাবে।
আজ গোটা রাজ্যে বাজ পড়ে মারা গিয়েছেন মোট ৯ জন। পশ্চিম মেদিনীপুরে ১জন, বীরভূমে ১জন, উত্তর ২৪ পরগনায় ১ জন, হুগলি জেলায় ৩ জন, নদিয়ায় ১জন, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে ১জন । এ’বছর ১ জুন থেকে আজ পর্যন্ত বাজ পড়ে মোট মৃতের সংখ্যা ৩১জন।
বৃষ্টির জেরে শহরের বেশ কয়েক জায়গায় গাছ পড়ে গিয়েছে। জলমগ্ন পার্ক সার্কাস, ইএম বাইপাস সহ কলকাতার বিভিন্ন এলাকায় ৷ ফলে, সৃষ্টি হয়েছে যানজটের!
বিকেল ৫টা পর্যন্ত পামার ব্রিজে বৃষ্টি হয়েছে ৬২ মিমি, নিউ মার্কেটে ১৫.২৪ মিমি, বালিগঞ্জে ৮৪ মিমি, পাটুলিতে ৪৬.২৩ মিমি, জোকায় ৫৮.১৭ মিমি, আলিপুরে ১৩.৬৪ মিমি, ইএম বাইপাসে ৫২.৩২ মিমি, উল্টোডাঙায় ৪৪.২০, ধাপায় ৭৪ মিমি, চৌবাঘায় ৬৩.২৫ মিমি, বেহালায় ৫৫ মিমি ও জোড়া ব্রিজে ৫৯.৬৯ মিমি।