শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার হল কলকতায় প্রথম বর্ষার বৃষ্টি

News Sundarban.com :
জুন ১১, ২০১৮
news-image

সোমবার হল কলকতায় প্রথম বর্ষার বৃষ্টি। কলকাতা ও ২ ২৪ পরগনা। নদিয়া, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কয়েকটি প্রাক্ বর্ষার বৃষ্টিও হয়এ।। আগামী ৪৮ ঘণ্টাতেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কোথাও মাঝা৩রি থেকে ভারী। উপকূলের তিন জেলা ২ ২৪ পররগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আকাশ অধিকাংশ মেঘাচ্ছন্ন থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। দখিনা বাতাসে ভ করে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না।

প্রথাগত ভাবে উত্তরবঙ্গে প্রথম আসে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দুটি শাখা একটি আন্দামান ও মায়ানমার হয়ে উত্তর-পূর্হবের রাজ্যে ঢোকে। সেটাই অসম হয়ে উত্তরবঙ্গ দিয়ে আমাদের রাজ্যে ঢোকে। অপরটি দক্ষিণ ভারতের কেরল, অন্ধ্রপ্রদেশ ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গে ঢোকে। সপ্তাহখানেকের ব্যবধানে। এবছর প্রথা ভেঙে দক্ষিণে ১১ জুন ঢুকল বর্ষা। উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা ঢুকতে পারে। হাওয়া অফিস পূর্বাভাবস দিয়েছিস ৯-১১ জুনের মধ্যেই বর্ষা ঢুকবে রাজ্যে। ১১ জুন দুপুরে সুন্দরবন হয়ে কলকাতায় ছুয়ে মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করে। উত্তর ২৪ পরগনা হয়ে বাংলা দেশে চলে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের আরও কয়েকটি জেলায় এবং সিকিমে বর্ষা প্রবেস করার সম্ভাবনা। ৪৮ ঘণ্টা পর মৌসুমীর গতি দুর্বল হওয়ার আশঙ্কা। এর ফলে ঝাড়খন্ড বিহারে বর্ষা বিলম্বিত হতে পারে।