কুদৃষ্টিতে মেয়েদের দিকে তাকালে ৬ মাসের জেল!

কলকাতা হাইকোর্ট ঘোষণা করল। মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকানো শাস্তিযোগ্য অপরাধ। আদালতের নির্দেশ অনুযায়ী, এক্ষেত্রে অভিযুক্তর ৬ মাসের কারাদণ্ড হবে। এছাড়া, মহিলার পোশাকে হাত দিলে, সর্বনিম্ন ৩ বছর এবং সর্ব্বোচ্চ ৭ বছরের সাজা হতে পারে।
কলকাতা হাইকোর্টের আইজীবী অর্ক কুমার নাগ জানিয়েছেন, ”দীর্ঘক্ষণ কোনও পুরুষের কোনও মেয়ের দিকে তাকিয়ে থাকাটা আইনত অপরাধ। সেক্ষেত্রে ৬ মাসের জেল হতে পারে। এড়াছা, মেয়েদের পোশাক ধরে টানা অথবা খুলে দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৩ বছর ও সর্ব্বোচ্চ ৭ বছরের জেল হতে পারে।” কিন্তু এক্ষেত্রে মহিলাকে প্রথম থানায় অভিযোগ দায়ের করতে হবে। তারপর সেই অভিযোগর ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করবে পুলিশ। এবং আদালতে অভিযুক্তর দোষ প্রমাণ হলে, শাস্তি দেওয়া হবে। তবে, এটি জামিনযোগ্য অপরাধ।