শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে

News Sundarban.com :
জুন ৯, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই কৃতীদের সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেধাতালিকায় স্থান পাওয়া সমস্ত পড়ুয়ার সঙ্গে দেখা করেন তিনি৷ সাধারণত নবান্নে ওই অনুষ্ঠান হয়৷ কিন্তু এবার হবে নেতাজি ইন্ডোরে৷ ওই সংবর্ধনা হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে ৷ রাজ্য সরকারের তরফে সোমবারএই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে৷ সোমবারের পর মঙ্গলবারও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে৷ ওই অনুষ্ঠান হবে মাদ্রাসার কৃতী পড়ুয়াদের নিয়ে৷ ওই অনুষ্ঠানটি অবশ্য নবান্নের সভাগৃহে হবে বলে প্রশাসন সূত্রে খবর৷
অনুষ্ঠানে উপস্থিত থাকবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, ISC, CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীরা৷ সব মিলিয়ে সংখ্যটা প্রায় আড়াইশো হবে৷ তাঁদের সঙ্গে অভিভাবক ও পরিবারের সদস্যরা থাকবেন৷ তাই বড় জায়গার প্রয়োজন ছিল৷ সেই কারণেই অনুষ্ঠান নবান্ন থেকে সরিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনা হয়েছে৷ সূত্রের খবর, পড়ুয়াদের বিশেষ উপহারও দেওয়া হবে৷ উপহারে থাকবে দামি ঘড়ি ল্যাপটপ৷ এছাড়াও উপহারের মধ্যে আরও অনেক কিছু থাকবে বলে জানা গিয়েছে৷