মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট,জেনে নিন রেজাল্ট জানবেন কীভাবে

News Sundarban.com :
জুন ৭, ২০১৮
news-image

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা রাত পোহালেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট। আগামিকাল ৮ জুন, শুক্রবার সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে সংসদ ৷ সকাল ১০টার মধ্যে সংসদের ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কালই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ ৷
ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে গিয়ে নিজেদের অ্যাডমিটে উল্লেখিত রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন। ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB 12<ROLL NO> ৷ এরপর 56263 নম্বরে SMS পাঠালেই জানা যাবে রেজাল্ট।
যেসব ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল-

http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm

www.exametc.com

www.knowyourresult.com

http:// wb12.knowyourresult.com

http:// www.indiaresults.com

www.schools9.com

www.manabadi.com

www.examresults.net

www.westbengaleducation.net

www.results.westbengaleducation.net

www.resultsout.com