বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৭জুন থেকে বাস ধর্মঘট

News Sundarban.com :
জুন ৫, ২০১৮
news-image

পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন ট্যাক্সি স্ট্রাইকের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি। এর পাশাপাশি ভাড়া না বাড়ালে ৭জুন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত বাস মালিকদের ৷ সোমবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা ৷ ৬জুন পর্যন্ত সরকারকে সময় দিচ্ছেন বাস মালিকরা ৷ ভাড়া না বাড়ালে ৭জুন থেকে ধর্মঘট ৷ সূত্রের খবর, আজ বৈঠকে তুমুল বিতণ্ডা সদস্যদের মধ্যে ৷
সরকার যে ভাড়া বাড়াতে রাজি নয়, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পদাধিকারীরা ৷ এরপরই পদাধিকারীদের ঘেরাও করেন অন্য সদস্যরা ৷ যদিও, বেঙ্গল বাস সিন্ডিকেটের দীপক সরকার জানিয়েছেন, তাদের কাছে এই ধর্মঘটের কোনও খবর নেই এখনও পর্যন্ত৷ স্কুল বাস সংগঠনের তরফ থেকেও জানানো হয়েছে ধর্মঘটে যাওয়ার কোনও খবর তাদের কাছে নেই৷ অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘটে পথে নামবে না প্রায় সাড়ে সাত হাজার বাস৷ পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া। যার জেরে নাজেহাল সাধারণ মানুষ।