বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্য সরকারের এই নয়া উদ্দ্যোগ

News Sundarban.com :
জুন ৪, ২০১৮
news-image

রাজ্য সরকারের এই নয়া উদ্দ্যোগ ৷ রাজ্য সরকারের আত্ততায় তৈরি তেল, ঘি ও মধু মিলবে এবার পাড়ার মুদির দোকানগুলিতে৷ বাজারে যেসব বেসরকারি সংস্থার তেল, ঘি ও মধু পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে ভেজাল থাকে৷ এমনকী দিন দিন এই ভেজালের কমার পরিবর্তে আরও বেড়ে যাচ্ছে৷ দীর্ঘদিন এই ভেজালের ফলে শরীরে নানা ধরণের রোগের আশঙ্কা থাকে৷ তাই সাধারণ মানুষের কথা ভেবে ভেজাল ছাড়াই তৈরি করা হয়েছে এই তেল,ঘি ও মধু৷ এছাড়াও এই সামগ্রীগুলি এক একটি কোম্পানির এক এক রকম দাম৷ তাই দামের কথাও ভেবে ন্যায্য মূল্যে এই সামগ্রীগুলি পাড়ার মুদির দোকান গুলিতে আসতে চলেছে৷ এতে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ও তাঁরা অনেকটাই উপকার হবে বলে আশাপ্রদ সরকারি দফতের আধিকারিকরা৷
বিগত কয়েক বছর আগে রাজ্য প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এই তেল, ঘি ও মধু হরিণঘাটা মিটের আত্ততায় ব্র্যান্ডিং করতে শুরু করেছিল৷ ব্র্যান্ডিং-এর কিছু দিন পর থেকে এইগুলি ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক কর্পোরেশনের আওতায় থাকা আউটলেটগুলিতে বিক্রি শুরু হয়েছিল৷ এই তেল, ঘি ও মধু শুধু আউটলেটগুলিতে বিক্রির থেকে একধাপ এগোতে চাইছে রাজ্য৷ তাই এই সামগ্রীগুলি পাড়ার পাড়ার মুদির দোকানে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই বিশাল উদ্যোগ সফল করতে রাজ্য সরকার সংশ্লিষ্ট মার্কেটিং ডিভিশনটিকে আলাদা করেছে৷ এই সামগ্রীগুলি মার্কেটিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে৷ ওই সংস্থাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মুদির দোকানে পৌঁছে দেবে এই সামগ্রীগুলি৷সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্য সরকারের এই নয়া উদ্দ্যোগ৷ স্বভাবতই রাজ্য সরকারের এই উদ্দ্যোগে খুশি রাজ্যবাসী৷