বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রকে চিঠি সেচমন্ত্রীর

News Sundarban.com :
জুন ১, ২০১৮
news-image

সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রকে চিঠি দিয়েছেন ৷ বিগত বছর গুলির মতই বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা হিসাবে কেন্দ্রীয় জলসম্পদ বিকাশ দফতরকে চিঠি দিয়েছেন মন্ত্রী ৷ ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থির সৃষ্টি তার ওপরে আসন্ন বর্ষা এখন তেকেই সতর্ক না হলে ভুগতে হতে পারে আগামী দিনে ৷বন্যার আশঙ্কা করেই সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি দিয়ে এই বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করেছেন ৷ শুধুই কেন্দ্রীয় সরকার নয় ঝাড়খণ্ড প্রশাসনকেও বিষযটি সম্পর্কে আবেদন করেছেন ৷
ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধারের জলস্তর কম রাখার কথা উল্লেখ করে তিনি আর্জি জানিয়েছেন ৷ বিদ্যুৎ উৎপাদনের জন্যই প্রধানত জলাধারের জলস্তর বাড়ানো তাকে কিন্তু অধিক জলস্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে প্লাবিত করতে পারে ৷ বাড়তে পারে সাধারণ মানুষের দুর্ভোগ ৷ এই অবস্থায় ডিভিসি যেন কোনও ভাবেই জল না ছাড়ে ৷ অতিরিক্ত মাত্রায় জলই প্লাবিত করবে সমগ্র এলাকা ৷