শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
মে ৩০, ২০১৮
news-image

এবার কিছুটা হলে ও স্বস্তি পাবে শহরবাসী। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার জেরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্তত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ রাত আটটার মধ্যে দক্ষিণের তিন জেলা– বর্ধমান, নদিয়া ও হুগলিতে ধেয়ে আসছে ঝড় ও বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি ঝড়ও হতে পারে৷ ঝড়ের গতিবেগ ৪০-৪৫ কিমি প্রতি হতে পারে৷ প্রয়োজনে গতিবেগ বেড়ে ঘণ্টায় ৬০ কিমিও হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷ এই নিম্নচাপের জেরে বৃষ্টি হলে গরম কিছুটা কমতে পারে বলেই আশা করছেন সকলে৷মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ১০ জুন থেকে কলকাতায় শুরু হতে পারে বর্ষার বৃষ্টি ৷ গতকালই ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছিল, তিনদিন আগেই বর্ষা হাজির হয়েছে কেরলে ৷ সাধারণত কেরলে মৌসুমি বায়ু ঢোকে ১ জুন ৷ কিন্তু এ বছর জোড়া নিম্নচাপের জেরে রাজ্যে সময়ের আগেই বর্ষার আগমন।
এবার কেরল থেকে ধীরে ধীরে বঙ্গের দিকে পা বাড়াচ্ছে বর্ষা ৷ আগামী তিনদিনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বর্ষা ঢোকার কথা ৷ একই সঙ্গে উত্তরবঙ্গেও ঢুকে পড়তে পারে বর্ষার বৃষ্টি ৷ সব কিছু ঠিকঠাক থাকলে ৭-১০ তারিখের মধ্যেই কলকাতায় শুরু হবে বৃষ্টি ৷