মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

News Sundarban.com :
মে ২৮, ২০১৮
news-image

সোমবার এসএসসি আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷বহু আইনি জটিলতা কাটিয়ে সুখবর এল উচ্চ প্রাথমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য ৷ খুব দ্রুতই শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রোরেরণীর শিক্ষক নিয়োগ ৷ শিক্ষক সংকট কাটাতে এমন নির্দেশ রাজ্য সরকারের ৷ আপার প্রাইমারির (ক্লাস ফাইভ-ক্লাস এইট) ৯০ শতাংশ পদে নিয়োগে আর বাধা রইল না। মোট শূন্যপদের ১০ শতাংশ পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল। এই নিয়ে মামলা করা হলে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় ৷ পরে অবশ্য আদালতের তরফে জানানো হয় যে ৯০ শতাংশ পদে নিয়োগ করা যাবে ৷ ১০ শতাংশ পদে আপাতত নিয়োগ স্থগিত রাখা হবে ৷ জুলাই মাসে পরবর্তী শুনানির পর ১০ শতাংশ পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ২২ সেপ্টম্বর ২০১৬ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ বলা হয়েছিল ১০ শতাংশ আসন পার্শ্বশিক্ষকদের জন্য বরাদ্দ। সেই বছরই চার চাকরিপ্রার্থী মামলা করেন তাঁরা শিক্ষাবন্ধু, শিক্ষাসাথী, শিক্ষা সম্প্রসারক, শিক্ষাকর্মী পদে নিযুক্ত ছিলেন। পার্শ্বশিক্ষকদের জন্য বরাদ্দ আসনে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তারা মামলা করেছিল ৷ ফলে সেই সময় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয় ৷ স্কুল সার্ভিস কমিশনকে ১০ শতাংশ শূন্যপদ ছেড়ে রেখে বাকি পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয় ৷