শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামিকাল ঘোষিত হবে সিবিএসই-‌র ফলাফল

News Sundarban.com :
মে ২৫, ২০১৮
news-image

আগামিকাল অর্থাৎ ২৬ মে ঘোষিত হবে সিবিএসই-‌র ফলাফল। আর ছাত্রছাত্রীরা সেই ফলাফল জানতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে ৷ এছাড়া কয়েকটি নম্বরেও এসএমএস করেও জানা যাবে ফলাফল ৷ কীভাবে সেই সব ওয়েবসাইটে ফল জানবেন ছাত্র-ছাত্রীরা, আসুন জেনে নেওয়া যাক ৷

যে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল-

• www.cbseresults.nic.in

• www.cbse.nic.in

• www.results.nic.in

• www.indiaresults.com

• www.examresults.net

যেভাবে দেখবেন ফলাফল

• বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন ৷

• এরপর ‘Class 12 Exam Results’ লিঙ্কে ক্লিক করুন ৷

• রোল নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য দিন ৷

•‌ এরপরেই পর্দায় ফলাফল দেখতে পাবেন ৷

•‌ এরপর ফলের কপি বিস্তারিত ডাউনলোড করে নিন, প্রিন্ট করে নিন ৷

এছাড়াও ফলাফল দেখা যাবে এসএমএস করেও
পড়ুয়ারা গুগল প্লে স্টোরে সিবিএসই রেজাল্ট অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে সেখানেও ফল।