বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তুতিকোরিন প্ল্যান্ট বন্ধেরও নির্দেশ

News Sundarban.com :
মে ২৪, ২০১৮
news-image

তুতিকোরিন প্ল্যান্ট বন্ধেরও নির্দেশ তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। স্টারলাইট প্ল্যান্টের বর্জ্যে ক্ষতিকারক রাসায়নিক এর জেরে বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। বুধবার রাতে প্ল্যান্ট বন্ধের নির্দেশ। ভোর ৫.১৫ নাগাদ বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। বের করে আনা হয় কারখানার ভিতরে থাকান কর্মীদের অন্যদিকে পুলিশের গুলি চালানোকে সমর্থন করতে গিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী পলানিস্বামী। স্টারলাইট কপারের বিতর্কিত তুতিকোরিন প্ল্যান্টে ক্লোজার নোটিশ ঝুলিয়ে দিল তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এদিনও আন্নাসরাই, মান্নামারের মতো এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় দুটি এটিএম ও গাড়িতে।

তুতিকোরিন প্ল্যান্টে বিষাক্ত বর্জ্য নিয়েও বড় অস্বস্তির মুখে বেদান্ত-স্টারলাইট। প্ল্যান্ট সংলগ্ন এলাকায় জল ও ধূলিকনায় ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি মিলেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে। যা থেকে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। পুলিশ আন্দোলনকারীদের বুকে গুলি করায় জালিওয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করা হচ্ছিল। এদিন পুলিশের পাশে দাঁড়াতে বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী পলানিস্বামী। দলেই সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী। আন্দোলনের নামে পুলিশকে আক্রমন করা হয়। বাধ্য হয়েই পুলিশ গুলি চালিয়েছে। কিছু রাজনৈতিক দল মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি ছড়াচ্ছে। এদিন আন্দোলনকারীকে নিয়ে বিক্ষোভে দেখানোর সময় আটক করা হয় ডিএমকে নেতা স্ট্যালিনকে। এতকিছুর পরেও প্ল্যান্ট খোলা ও সম্প্রসারণ নিয়ে আশাবাদী বেদান্ত স্টারলাইটের চেয়ারম্যান অনিল অাগরওয়াল। তাঁর আশা, স্থানীয় মানুষের সম্মতি নিয়েই চালু হবে প্ল্যান্ট।