শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপি কর্মীর মা’কে মারধোর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

News Sundarban.com :
মে ২৩, ২০১৮
news-image

ছেলে বিজেপির একনিষ্ঠ কর্মী, সেই কারণেই বাড়িতে চড়াও হয়ে বিজেপি কর্মীর মাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার  ক্যানিং থানার  তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুরের কৃষ্ঞকালি কলোনি এলাকায়। আক্রান্ত মহিলার নাম দুর্গা মণ্ডল। শুধু মারধোর করে বাড়ি থেকে বের করে দেওয়াই নয়, সঞ্জীব মন্ডল নামে ঐ বিজেপি কর্মীর বাড়িতে তালা মেরে দেওয়ার ও অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মীরা।
দুর্গা দেবীর ছেলে সঞ্জীব মণ্ডল দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপি দল করেন। কার্যত এলাকায় তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। এবারও পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে সক্রিয় ভুমিকা পালন করেন সঞ্জীব। কিন্তু পঞ্চায়েত ভোটে এই এলাকায় বিজেপি প্রার্থী মঞ্জুর বারুই হেরে যান তৃণমূল প্রার্থী উমা দে’র কাছে। এই ঘটনার পর থেকেই এলাকায় প্রায় প্রতিদিন বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে আচমকা একদল স্থানীয় তৃণমূল কর্মী চড়াও হয় সঞ্জীবের বাড়িতে। কিন্তু সেই সময় সঞ্জীবের মা দুর্গা মণ্ডল একাই বাড়িতে ছিলেন। ছেলেকে না পেয়ে স্থানীয় তৃণমূল নেতা শম্ভু দে ও তার লোকজন দুর্গা মণ্ডলকে বাড়ি থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দিতে যায়। আর তাতে বাধা দিতে গেলে ঐ তালা দিয়ে দুর্গা দেবীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে দুর্গা দেবীর ঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুর্গাদেবীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়  চিকিৎসার জন্য।এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। যদিও হামলার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এটা ওদের পারিবারিক সমস্যা।