বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরী-হাওড়া শতাব্দীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা

News Sundarban.com :
মে ২৩, ২০১৮
news-image

বারবার একই ঘটনার পুনরাবৃত্তি, এবার পুরী-হাওড়া শতাব্দীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা। অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। বুধবার সকালে ট্রেনটি হাওড়ার দিকে আসছিল। খড়গপুরের কাছে এই ঘটনা ঘটে।ট্রেনে যাত্রী দেওয়া খাবারের মান নিয়ে উঠেছে প্রশ্ন, যার জেরে ট্রেনে দেওয়া ব্রেকফাস্ট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তারা।
অন্যদিকে, আগামী ২ অক্টোবর, দূরে কোথাও ট্রেনে সফরের পরিকল্পনা বাতিলও করতে পারেন। তবে যাঁরা নিরামিষ খেতে ভালবাসেন বা যাঁদের আমিষ-নিরামিষ সবই চলে তাঁরা নিশ্চিন্তে ভারতের যে কোনও প্রান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন। কারণ, আগামী ২ অক্টোবর কোনও দূরপাল্লার ট্রেনেই হয়তো মিলবে না কোনও আমিষ খাবার-দাবার। এমনই একটি প্রস্তাব এনেছে ভারতীয় রেল বোর্ড। না, এটা কোনও ‘খাদ্য সচেতনতার প্রচার’ বা ‘ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে’ উদযাপনের জন্য নয়। এই বিশেষ উদ্যোগ ১৫০তম গান্ধী জয়ন্তীর জন্য। গান্ধী জয়ন্তী উদযাপনের এই বিশেষ পরিকল্পনার কথা সম্প্রোতি ভারতীয় রেল বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে দেশের সকল ডিভিশনে জানিয়ে দিয়েছে। এই প্রস্তাব যদি পাশ হয়ে যায়, তাহলে শুধু আগামী ২ অক্টোবরেই নয়, ২০১৯ এবং ২০২০-র ২ অক্টোবরেও একই ভাবে গান্ধী জয়ন্তী উদযাপিত হবে। এমনিতেই এই বিশেষ দিনটি ‘রাষ্ট্রীয় স্বচ্ছতা দিবস’ হিসাবে পালিত হচ্ছে।