বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী সুরক্ষায় কলকাতার রাস্তায় অ্যান্টি রোমিও স্কোয়াড

News Sundarban.com :
মে ২২, ২০১৮
news-image

বর্তমান সমাজে মেয়েরা ঘরে না বাইরে কোথাও সুরক্ষিত নয়, মেয়েদের প্রতিনিয়ত মেয়েদের স্কুল, কলেজ, প্থে ঘাটে, কর্মক্ষেত্রে শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে। আবার উত্যক্ত করার সুযোগ খোঁজে কেউ কেউ৷ তাই এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে কীভাবে তার মোকাবিলা করবেন এবার তারই পাঠ মহিলাদের দেওয়ার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷মহিলাদের জন্য এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে৷ এখানে আত্মরক্ষার পাঠ শেখানো হবে ‘তেজস্বিনী ম্ধ্যদিয়ে৷ কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের নতুন প্রয়াস এই ‘তেজস্বিনী’৷
মহিলাদের নিরাপত্তার জন্য এবার কলকাতার রাস্তায় রাস্তায় নামছে এবার অ্যান্টি রোমিও স্কোয়াড ৷ এই স্কোয়াডে থাকবেন ৪০ জন মহিলা পুলিশকর্মী ৷ রাস্তায় মহিলারা কোনও সমস্যার সম্মুখীন হলেই এগিয়ে আসবে এই স্কোয়াড বাহিনী ৷ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এই স্কোয়াড বাহিনী ৷ সূত্রের খবর, স্কুল, কলেজ, বাজারসহ বিভিন্ন জায়গায় নজর রাখবে এই অ্যান্টি রোমিও স্কোয়াড ৷ স্কুটিতে চড়েই শহরের রাস্তায় রাস্তায় নজরদারি চালাবে স্কোয়াড ৷ দু’তিনজন গ্রুপে এই বাহিনী এবার শহরের রাস্তায় দাঁপিয়ে বেরাবে ৷ স্কোয়াডের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে ৷ কয়েকদিনের মধ্যেই রাস্তা নামবে এই স্কোয়াড ৷ ইভ টিজিংসহ আরও একাধিক বিষয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এই স্কোয়াড ৷
দিন দু’য়েক আগেই সংবাদ শিরোনামে এসেছিল বাঁশদ্রোণীর ঘটনাটি ৷ শপিং মলে ঢুকে মহিলা ক্রেতাকে দেখে অশালীন আচড়ণ ৷ এমনকী, নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে অভিযুক্ত যুবক ৷ কিন্তু ওই মহিলার উপস্থিত বুদ্ধির জেরে সেই মুহূর্তে রেহাই পেয়েছিলেন তরুণী ৷ কিন্তু বাঁশদ্রোণীর ঘটনাটিই শুধু নয় ৷ কলকাতার বুকে চলন্ত বাসে হস্তমৈথুন এক মধ্যবয়স্কের, ঘটনায় সোশ্যাল মিডিয়ার জেরে প্রতিবাদ শুরু হয়েছিল ৷ শুধু বাঁশদ্রোণী কিংবা এই বাসের ঘটনাই নয় ৷ ভবিষ্যতে রাস্তাঘাটে মহিলাদের প্রতি যাতে এই ধরণের সম্মানহানিকর আর ঘটনা না ঘটে সেই কারণেই এই অভিনব পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ৷