বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে কর্ণাটকের নাটকের যবনিকা পতন ঘটল

News Sundarban.com :
মে ১৯, ২০১৮
news-image

অবশেষে শেষ নাটক, এবং আস্থাভোটে শক্তি পরীক্ষা না করেই ইস্তফা দিয়ে দিলেন ইয়েদুরাপ্পা। কর্ণাটকে সরকার গঠনের জন্য বিজেপির দরকার ছিল ১১০ বিধায়কের সমর্থন, বিজেপির ছিল ১০৪ জন। সেই মতনই রাজ্যপাল বাজুভাই ভালা ইয়েদুরাপ্পা কে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ ১৫ দিন সময় দেন , কিন্তু তার আগেই কংগ্রেস – জেডিএস জোট সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন, যার ফলস্বরূপ সুপ্রিম কোর্ট রায় দেয়, আজ বিকালে ৪টের সময় আস্থা ভোট করানোর। আজ সেই আস্তাভোটের ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, – “মানুষ কংগ্রেস ও জেডি এস-কে ভোটে প্রত্যাখ্যান করলেও ওরা ব্যাপক জনাদেশের রায়ের বিরুদ্ধে সুবিধাবাদী জোট করেছে।আমি আস্থাভোটের মুখোমুখি হচ্ছি না। ইস্তফা দিচ্ছি।”
ফলে কংগ্রেস – জেডিএস জোটই ক্ষমতায় আসছে কর্ণাটকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে সংবর্ধনা জানিয়েছেন কুমারস্বামী কে, তিনি হবেন কর্ণাটকের মূখ্যমন্ত্রী।