শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে মিলল সাময়িক স্বস্তি

News Sundarban.com :
মে ১৮, ২০১৮
news-image

গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল শহরবাসী। এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মিলল সাময়িক স্বস্তি।হাওয়া অফিসের পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। পূর্বাভাস মতই বিকেল হতেই কলকাতায় ঝাঁপিয়ে আসল ঝড় বৃষ্টি ৷

এক ঘণ্টার বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড কলকাতা ৷ কলকাতায় ২৫টি জায়গায় উপড়ে পড়ল গাছ ৷ বিধান সরণিতে গাড়ির উপর গাছ ৷ ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে গুরুতর আহত ২ ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন ৷ কলেজ স্ট্রিটে গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা ৷ কলকাতা মেডিক্যালের সামনে পড়ল গাছ ৷ ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ল গাড়িতে ৷ এসএসকেএমে গাছ উপড়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন ৷ হাওড়ায় গাছ পড়ে একজনের মৃত্যুর খবরও মিলেছে ৷ বিকেলের দিকে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় রীতিমত তাণ্ডব চলে শহর জুড়ে । প্রবল হাওয়া ও বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর। কোনও কোনও জায়গায় পুরনো বাড়িও ভেঙে পড়ে। এদিকে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ বৃষ্টির আগে কলকাতায় তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি৷ বৃষ্টি থামতেই তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে যায়৷
‘জোড়া নিম্নচাপ অক্ষরেখায় রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি। উত্তরপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার ওপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করেছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর জেরেই ঝড়বৃষ্টি।” জানালেন, আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সন্ধে ৭টার মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব প্রান্তে।