বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলায় জেলায় সবুজ ঝড়

News Sundarban.com :
মে ১৭, ২০১৮
news-image

আজ ১৭ই মে সকাল সাড়ে আটটা থেকে গণনা শুরুর ইতি মধ্যে অধিকাংশ জেলাতেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করতে শুরু করে‌ছে। তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, দিনের শেষে জয়ের হাসি তারাই হাসবে। গণনা চলাকালীন এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় গ্রাম পঞ্চায়েতে ৯০টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা রয়েছে। এখানে ৮১টি গ্রাম পঞ্চায়েত আসন পেয়েছে তৃণমূল। নদীয়া এবং দক্ষিণ দিনাজপুরেও তৃণমূল এখনও পর্যন্ত ৭০ এবং ৭৩টি আসন পেয়ে জয়ের পথে এগোচ্ছে। কোচবিহারেও ৬১টি আসন পেয়ে বিরোধী দলের সঙ্গে ব্যাপক দুরত্ব বজায় রেখে দিয়েছে তৃণমূল। বীরভূমে গণনার কিছুক্ষণের মধ্যে তৃণমূল ২১ টি আসন এগিয়ে যায় বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, পূর্ব–পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মালদা, মূর্শিদাবাদ, আলিপুরদুয়ার, বীরভূম, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ সব জেলাতেই গণনার কিছুক্ষণ পরই বোঝা যায় যে তৃণমূলই জয়ী হবে পঞ্চায়েত নির্বাচনে।

তৃণমূলের পাশাপাশি বিজেপি–সিপিএম–কংগ্রেস বা নির্দল এদের আসন সংখ্যা তৃণমূলের তুলনায় অনেকটাই কম। নির্বাচন কমিশনের নির্দেশানুযায়ী যেহেতু গণনা শেষ না হওয়া পর্যন্ত বিজয় মিছিল করা যাবে না, তাই শাসক দলের সমর্থকরা তাঁদের খুশি আপাতত একে–অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। গণনা শেষ হওয়ার পরই জেলায় জেলায় উড়বে সবুজ আবির।