ভোটপর্ব মিটতেই বুথের দরজা বন্ধ করে ব্যাপক মারধোর,আত তিন

ভোট পর্ব শেষ হতে বুথের দরজা বন্ধ করে ব্যাপক বোমাবাজী ও মারধোরের অভিযোগ উঠলো নির্দল সমর্থিত আদি তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নির্দেশখালিতে। অভিযোগ ভোট পর্ব মিটতেই নির্দল সমর্থিত জনাপনেরো আদিতৃণমুল কর্মীসমর্থক লাঠী রড বন্দুক নিয়ে নির্দেশখালির ৮৩ নং বুথের দরজা বন্ধ করে দিয়ে বোমাবাজী করে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন যুবতৃণমূলয় কংগ্রেসের কুতুবুদ্দিন পিয়াদা,হাসান পিয়াদানুর উদ্দিন পিয়াদা,আলমগীর লস্কর। গুরুতর জখম অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকে বুথের মধ্যে। বাসন্তী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এলকায় চরম উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ বাহিনি মোতায়েন রয়েছে।