মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চয়েত নির্বাচন,রাজ্যের বিভিন্ন জায়গায়া আশঙ্কাজনক পরিস্থিবিতি

News Sundarban.com :
মে ১৪, ২০১৮
news-image

বহু আইনি জ্টিল্তার পর আজ রাজ্যে শুরু পঞ্চয়েত নির্বাচন। রাজ্যের ২০টি জেলায় সকাল ৭টায় শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। তারই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায়া আশঙ্কাজনক পরিস্থিবিতি রয়েছে।

বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অবস্থা আশঙ্কাজনক।ব্যালট বাক্স ছিনতাইয়ে বাধা দিয়ে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে আক্রান্ত হন বিধাননগর কমিশনারেটের এক কনস্টেবল। ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায় জয়ন্ত নস্কর নামে ওই কনস্টেবলের। জানা গেছে, বাসন্তী থানার মহেশপুর স্কুলের একটি বুথে ব্যালটবাক্স ছিনতাইয়ে চেষ্টা হলে পুলিস বাধা দেয়। তখনই পুলিসের উপর হামলা করে দুষ্কৃতীরা। রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে জয়ন্ত নস্করের হাতেও গভীর ক্ষত হয়েছে।
বাঘমুণ্ডি-পুরুলিয়ার বাঘমুন্ডিতে পুলিসকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর ভাইকে পুলিস গ্রেফতার করেছে, এই অভিযোগে পুলিসের উপর চড়াও হয় একদল বিজেপি কর্মী। মারতে মারতে বুথের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় এক পুলিসকর্মীকে। তারপর বুথের দরজা খুলে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনাটি বাঘমুন্ডির ধানুডি হাইস্কুলের।
মন্দিরবাজারের দাদপুর গ্রামের ১৪৩ নম্বর বুথে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ।
রায়নায় তৃণমূল প্রার্থীর এজেন্টের নাক কেটে দেওয়ার অভিযোগ সিপিএম-এর বিরুদ্ধে।
নয়াগ্রামের ছোটঝরিয়া ও কলমাপুকুরিয়া বুথে বিজেপি হামলা চালায়। সাড়ে ১১টা থেকে ভোট বন্ধ ছোটঝরিয়ায়।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর একডালা গ্রামে কংগ্রেসের এজেন্ট ও পুলিশকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহারের হাড়িভাঙ্গার ১০৯ নম্বর বুথে ঢুকে নির্দল প্রার্থীর এজেন্টকে গালিগালাজ করে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রসের জেলা পরিষদের প্রার্থী আব্দুল জলিল আহমেদের বিরুদ্ধে।
হরিশচন্দ্রপুরে ভোটের লাইনে প্রচার করার অভিযোগে বিজেপি কর্মী গ্রেপ্তার
কোচবিহারের ওকরাবাড়িতে এখনই ভোট শেষ।
মহ: বাজারের কুলিয়ায় ব্যালট বক্স ও পেপার ছিনতাই করে পালাল বিজেপি।
চন্দ্রকোনা রোডের শাখাসোল বুথে তৃণমূল প্রার্থী বিদায়ী সভাধিপতি উত্তরা সিংহ হাজরাকে বিজেপির কর্মীরা হেনস্থা করেছে বলে অভিযোগ।
কুলতলির মেরিগঞ্জে ১ নম্বর পঞ্চায়েতে ব্যাপক গোলাগুলি
বেলডাঙায় বোমাবাজি। বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা।
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তেতুল তলা প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বক্সে আগুন ধরাল দুষ্কৃতীরা।
নারায়ণগড়ে ভোট দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
শান্তিপুরের গোবিন্দপুরে আগুন ধরানো হল একটি বাইকে।
নাটাবাড়িতে বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। রিপোর্ট তলব করল কমিশন।
জঙ্গলমহলে চলছে শান্তি ভোটগ্রহণ।
রাজারহাটের এক বুথের ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ের একাধিক বুথে। বহিরাগত দাপটের অভিযোগ।
জামবনির ধড়সা ৩ নম্বর অঞ্চলে বাবুইদা বুথে বিজেপির এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির।
কেশপুরের গুণহারায় তৃণমূল ও নির্দল সংঘর্ষ। জখম নির্দলের ২ জন।
আমডাঙ্গায়র উলুডাঙ্গায় ভোট দিতে গিয়ে বোমের আঘাতে জখম ৫ জন।
বৈষ্ণবনগরে ১০৯ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। তিন জন তৃণমূল কর্মী আহত।
বিজেপি প্রার্থীকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দত্তপুকুরের ১২৩ নম্বর বুথের ঘটনা।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ডিটল হাট এলাকায় ৩০/২ বুথে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বেলট বক্স গায়েব করল দুষ্কৃতীরা। এলাকায় বোমাবাজি করে তাড়িয়ে দেওয়া হচ্ছে ভোটারদের ও বিরোধীদের। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারীতে তৃণমূল কর্মী খুন। বোমা মেরে জখম করে গুলি করে খুন করা হয় তাঁকে। অভিযোগের তির নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
কাকসার বিহারপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুপক্ষের চারজন আহত হয়েছেন। একজন গুলিবিদ্ধ।
.নয়াগ্রামের ছোটঝরিয়া ও কলমাপুকুরিয়া বুথে বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ। সাড়ে ১১টা থেকে ভোট বন্ধ ছোটঝরিয়ায়।
বেলডাঙায় বিজেপি কর্মী তপন মণ্ডল খুন। অভিযোগের তির তৃণমূলের দিকে।
আলিপুরদুয়ারে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল 22.24%।
আমডাঙার পাঁচতোড়ায় ভোট চলাকালীন বোমাবাজিতে এক সিপিএম কর্মী খুন। নাম তৈবুর গায়েন। আহত আরও দুই সিপিএম সমর্থক।