মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানী বিপর্যস্ত হল ধুলোর ঝড়ে

News Sundarban.com :
মে ১৩, ২০১৮
news-image

রবিবার রাজধানী বিপর্যস্ত হল ধুলোর ঝড়ে ৷ এরই জেরে বিকেল গড়াতে না গড়াতেই নামল সন্ধ্যা ৷ ধুলোর ঝড়ের সঙ্গে ছিল বজ্র –বিদ্যুতের দাপট ৷ আবহওয়া এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিমান অবতরণও বন্ধ হয়ে যায় ৷ দিল্লি বিমানবন্দর থেকে ৩৫ টি বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয় ৷ বিপর্যস্ত হয় তিনটি লাইনের মেট্রো সার্ভিস ৷
দিল্লি, নয়ডা, গুরুগ্রাম , ফরিদাবাদের বিশাল অঞ্চলে জোরে হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে বজ্র –বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যায় ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে এই ধরণের প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় ৷
দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয় ব্লু, ভায়োলেট ও ম্যাজেন্টা লাইনে পরিষেবা ব্যহত হয়েছিল ৷ জোরালো হাওয়ায় মেট্রোর গতিরুদ্ধ হচ্ছিল ৷ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি জানিয়েছে পুরো উত্তরভারত জুড়েই এই ঝড় বৃষ্টি হয়েছে ৷ এমনকি সোমবারও এই ধরণের ধুলোর ঝড় ও বজ্র –বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷