শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাল গঙ্গাধর তিলককে ‘সন্ত্রাসবাদের জনক’ উল্লেখ করা হয়েছে রাজস্থানের স্কুলের বইয়ে

News Sundarban.com :
মে ১৩, ২০১৮
news-image

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাল গঙ্গাধর তিলককে ‘সন্ত্রাসবাদের জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে রাজস্থানের বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণির বইয়ে। এই ঘ্ট্নাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রাজস্থানের কংগ্রেস সভাপতি সচিন পাইলট এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। যদিও রাজস্থানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বাসুদেব দেবনানী দাবি করেছেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামের দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনাকে ঠিকভাবে দেখতে হবে। বর্তমান সময়ের সন্ত্রাসবাদের পরিপ্রেক্ষিতে তিলককে সন্ত্রাসবাদের জনক হিসেবে দেখা বিভ্রান্তিকর হবে। স্বাধীনতা সংগ্রামের সময় সন্ত্রাসবাদের অর্থ ছিল ইংরেজদের ভয় পাইয়ে দিয়ে দেশ থেকে তাড়ানো। ইংরেজদের ভারতছাড়া করার একমাত্র উপায় ছিল তাদের ভয় পাইয়ে দেওয়া। তাই কিছু উন্মত্ত ইংরেজ ইতিহাসবিদ তিলক সম্পর্কে সব ধরনের খারাপ কথা বলেছেন।’
রাজস্থানের মাধ্যমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত কয়েকটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির সমাজশিক্ষার রেফারেন্স বইয়ে অষ্টাদশ ও উনবিংশ শতকের জাতীয় আন্দোলন প্রসঙ্গে লেখা হয়েছে, ‘ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে বহু ভারতীয় সরব হয়েছিলেন। মরাঠা ও কেশরী সংবাদপত্রে বাল গঙ্গাধর তিলক ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লেখেন। এই সংবাদপত্রগুলিই অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রমাণ। তিলক জাতীয় আন্দোলনের পথ দেখিয়েছিলেন। তাই তাঁকে সন্ত্রাসবাদের জনক বলা হয়।’
উত্তরপ্রদেশের মথুরার একটি প্রকাশনা সংস্থা ওই বই ছেপেছে। ওই সংস্থার এক আধিকারিক রাজপাল সিংহ দাবি করেছেন, যে ব্যক্তি অনুবাদ করেছেন, তিনি ভুল করেছেন। সেই ভুল নজরে আসার পরেই সংশোধন করা হয়েছে।