বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন

News Sundarban.com :
মে ১৩, ২০১৮
news-image

আগামীকাল রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশবাহিনী মোতায়েনের কাজ শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে।বহু আইনি জ্ট্লা ও বিতর্কের মধ্যদিয়ে এসেছে এই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, ঠিক তেমনই খতিয়ে দেখা হচ্ছে আদৌ কোনও ফাঁক ফোকড় থেকে গেল কিন ? প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যেও উন্মাদনা ধরা পড়েছে ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর শেষ মুহূর্তের মহড়া চলছে ৷ ইতিমধ্যেই বেশিরভাগ নির্বাচন কেন্দ্রেই পৌঁছেছেন ভোটকর্মীরা ৷ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির ওপর সব থেকে বেশি নজর দিচ্ছে নির্বাচন কমিশন ৷ বহিরাগত উপদ্রব ঠেকাতে সারা রাজ্যজুড়ে চিরুণি তল্লাশি চলছে ৷
নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় জেলায় চলছে রুটমার্চ ৷ বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিংও ৷ বিশেষত সীমান্তের জেলাগুলিতে নিরাপত্তা নজরদারি চোখে পড়ার মত ৷ এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৪৮,৬৫০, ১৬,৮১৪ আসনে ভোট হবে না ৷ পঞ্চায়েত সমিতির মোট আসন ৯,২১৭, পঞ্চায়েত সমিতিতে ৬,১৫৭টি আসনে ভোট হবে ৷ জেলা পরিষদের মোট আসন ৮২৫, ভোট হবে ৬২১ আসনে ৷