বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম দশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

News Sundarban.com :
মে ৯, ২০১৮
news-image

বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম দশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় শীর্ষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্টকে সরিয়ে শীর্ষে উঠে এলেন তিনি। ৭৫ জনের তালিকায় নবমস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।ফোর্বস জানিয়েছে, ”গোটা বিশ্বে সাড় সাতশো কোটি মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছেন এই ৭৫জন পুরুষ ও মহিলা। প্রতি ১০ কোটি মানুষের মধ্যে নিজের কাজের মাধ্যম ছাপ ফেলেছেন একজন।”

ফোর্বসের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল। ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন নবম স্থানে। ফোর্বসের তালিকায় ফেসবুকে সিইও মার্ক জুকারবার্গ ১৩ নম্বর স্থানে ও চতুর্দশ স্থানে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। ফোর্বসের মতে, নরেন্দ্র মোদী ব্যাপক জনপ্রিয়। বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি তিনিই। অতিসম্প্রতি মার্কিন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর তাঁর ব্যক্তিত্ব আরও বেড়েছে। ভারতীয়দের মধ্যে মোদী পর ৩২ তম স্থানে রয়েছেন রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান মুকেশ অম্বানি। ৪০ তম স্থানে রয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। ফোর্বস জানিয়েছে, সস্তায় ফোরজি পরিষেবা দিয়ে টেলি-যোগাযোগের দিশা বদলে দিয়েছেন মুকেশ অম্বানি। আর মোবাইল ব্যবসার লোকসান থেকে মাইক্রোসফটকে উদ্ধার করেছেন সত্য নাদেল্লা। মোবাইল ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মন দিয়েছিলেন ক্লাউডে। নাদেল্লার জমানায় ১৫০ শতাংশ বেড়েছে মাইক্রোসফট।