শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কি না তা নিয়ে আগামীকাল মামলার চূড়ান্ত রায় দান

News Sundarban.com :
মে ৭, ২০১৮
news-image

নির্বিঘ্নে ভোট হবে কি না তা নিয়ে প্রস্ন তোলে বিরোধী পক্ষ। এবং তা নিয়ে হইত কোর্ট এ মামলায় করে , আগামীকাল সেই মামলার চূড়ান্ত রায় দেন,  ১৪ মে রাজ্যেপঞ্চায়েত নির্বাচন হচ্ছেন তা নিয়ে রয়েছে য্থেষ্ট সংশয়ে। ইতি মধ্যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের। প্রতি জেলার ১০ শতাংশ বুথে নজরদারির সিদ্ধান্ত। কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, স্ক্রটিনি হবে। সাংবাদিক বৈঠকের পর জানালেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার অমরেদ্ফান্দ্রকুমার সিং। তিনি এও জানান, এবারের নির্বাচনে প্রতি জেলার স্পর্শকাতর, অতি স্পর্শকাতর প্রায় ১০ শতাংশ বুথে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিটিভি ও ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি করবে কমিশন। তবে কোন কোন বুথে নজরদারি হবে, তা জেলাশাসকই ঠিক করবেন। কমিশনার আরও জানান, কোনও বুথে যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তাহলে তা পর্যালোচনা করে দেখা হবে। রিগিং রুখতেই কড়া পদক্ষেপ কমিশনের।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন কী পদক্ষেপ করছে, তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। এবার কিছুটা তা স্পষ্ট করলেন নির্বাচন কমিশন।