শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্লাদিমির পুতিন চতুর্থবার প্রেসিডেন্ট হলেন

News Sundarban.com :
মে ৭, ২০১৮
news-image

সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে চতুর্থবার প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করলেন ভ্লাদিমির পুতিন। শপথ অনুষ্ঠানে তাঁকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, “আমার কাঁধে যে প্রকাণ্ড দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষ বিন্দু অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব।” তত্কালীন সোভিয়েত এবারের মেয়াদ পূর্ণ হলে ২৪ বছর সুপ্রিম পদে আসীন থাকবেন তিনি। ২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করলে কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুর্নিবাচিত হন তিনি।ফের ক্ষমতা আসেন ২০১২ সালে।এদিন পুতিনের শপথ নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক। অভিযোগ ওঠে, বিক্ষোভ দেখানোয় ১০০ বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুতিনের পুলিস। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।