মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়েস কল ও ইন্টারনেটের সুবিধা বিমানের মধ্যেও মিলবে

News Sundarban.com :
মে ১, ২০১৮
news-image

এবার ভয়েস কল ও ইন্টারনেটের সুবিধা বিমানের মধ্যেও মিলবে। ভারতীয় আকাশসীমায় এতদিন পাওয়া ‌যেত না এই সুবিধা । একমাত্র আন্তর্জাতিক উড়ানেই তা পাওয়া ‌যেত । তবে ভারতের আকাশসীমায় ঢুকে পড়লে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হত । কেন্দ্রীয় টেলিকম সচিব অরুণা সুন্দররাজন মঙ্গলবার সাংবদিকদের জানান, ‘‘বিমানে ফোন ও ইন্টারনেটের সুবিধা দেওয়া ব্যপারে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার অধিকাংশ সুপারিশ মেনে নেওয়া হয়েছে।
ওই পরিষেবা দেওয়ার ব্যাপারে কাজ শুরু হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ওই পরিষেবা পাওয়া ‌যাবে। তবে বিদেশি বিমানগুলিতে ওই সুবিধার জন্য বিদেশি উপগ্রহের সাহা‌য্য নেওয়া ‌যাবে না। ব্যবহার করতে হবে কোনও ভারতীয় উপগ্রহের পরিষেবা।’’