বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপাকে কেন্দ্রীয় সরকার

News Sundarban.com :
এপ্রিল ২৯, ২০১৮
news-image

বার বার দলীয় মন্ত্রীদের লাগাম ছাড়া মন্তব্যের জেরে দল ও সরকারকে নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে ৷ রাশ টানতেই প্রধানমন্ত্রী কখনও সরাসরি কখনও বা বিভিন্ন বার্তায় মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর পরামর্শেও পরিবর্তন হচ্ছেনা চিত্রের, রবিবার সিআইআই আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের শ্রম ও কৃষককল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বালকৃষ্ণ পাটিদার বলেন, আত্মহত্যা কে না করেন ? সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আত্মহত্যার ঘটনাকে উল্লেখ করে তাঁর মন্তব্য একমাত্র যিনি আত্মহত্য়া করছেন তিনিই শুধু জানেন আত্মহত্যার কারণ । বাকিরা সবাই শুধু সেই কারণ আন্দাজ করতে পারেন ৷এর আগে সাংবাদিকদের সামনে কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী গঙ্গোয়ার মন্তব্য করেন শিশুদের ধর্ষণ করার ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক, মাঝে মাঝে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যায় না এবং এটা নিয়ে এত মাতামাতি করারও কিছু নেই।‘‘‌এত বড় একটি দেশে এ রকম একটা বা দু’‌টো ঘটনা রিপোর্ট হয়, সেই ঘটনাগুলি নিয়ে এত লাফালাফি করা ঠিক নয়।’‌’ শিবরাজ সিং চৌহান মন্ত্রীসভার এক মন্ত্রীর এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সব মহলে ৷