শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার রক্তাক্ত সিউড়ির ১ নম্বর ব্লক।

News Sundarban.com :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

সোমবার অগ্নিগর্ভ হল সিউড়ির ১ নম্বর ব্লক। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ, বোমাবাজি-গুলি। গুলিতে ১ ব্যক্তির মৃত্যু। এলাকা জুড়ে আগুন, বাড়ি-ঘর পুড়ে ছাই। এদিকে গুলিবিদ্ধ রাজনৈতিক কর্মীর পরিচয় নিয়ে তরজা। স্থানীয় বাসিন্দা শেখ দিলদার নামে ওই ব্যক্তি দলীয় কর্মী বলে দাবি বিজেপির। পাল্টা অনুব্রত মণ্ডলের দাবি, মৃত ব্যক্তি তাঁদের সমর্থক। ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা এসে হামলা চালিয়েছে বলে দাবি জেলা তৃণমূল সভাপতির। পরে অবশ্য মৃত ব্যক্তির বাবা দাবি করেন, তাঁর ছেলে বিজেপি করত।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই মনোনয়ন জমা দিতে আসা বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলকর্মীদের সংঘর্ষ বাধে। এর জেরে বোমা-গুলির লড়াই শুরু হয়। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়।

আরও দেখুন