বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির একটি গ্রামের নাম হল মালালা

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০১৮
news-image

যে দেশে জীবনটাই চলে যেতে বসেছিল, সেই দেশই তাঁর নামে নামকরণ করল একটি গ্রামের। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির একটি গ্রামের নাম হল মালালা। নামকরণ করল খোদ পাক প্রশাসন। বসির আহমেদ নামে এক পাক সমাজসেবী টুইট করে এ কথা জানিয়েছেন।

প্রায় ৬ বছর পর প্রথম পাকিস্তানে নিজের বাড়িতে এসেছিলেন নোবেলজয়ী প্রতিবাদী মালালা ইউসুফজাই। তাঁর চার দিনের পাক সফরে প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির সঙ্গে সাক্ষাত্ও করেন তিনি। নিশ্চদ্র নিরাপত্তায় তাঁদের এই সাক্ষাত হয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে অক্টোবরে তালিবান জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন মালালা। সে দেশে নারীশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেওয়ায় জীবনের ‘মাসুল’ গুনতে হয়েছিল তাঁকে। পেশাওয়ারে মিলিটারি হসপিটালে মালালাকে প্রথমে নিয়ে যাওয়া হয়। পরে, শারীরিক অবস্থা অবনতি ঘটায় লন্ডনে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর আর পাকিস্তানে ফেরেননি মালালা।

উল্লেখ্য, তালিবানদের চোখরাঙানি উপেক্ষা করে নারীশিক্ষার অগ্রগতিতে সাহসিকতা দেখানোয় ২০১৭ সালে মাত্র ১৭ বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। একই সঙ্গে এই পুরস্কার পেয়েছিলেন ভারতের কৈলাস সত্যার্থীও।