শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মামলার দ্রুত নিষ্পতি চান দেবযানী মুখ্যোপাধ্যায়

News Sundarban.com :
এপ্রিল ১৯, ২০১৮
news-image

মামলার দ্রুত নিষ্পতি চেয়ে বিচারকের সামনে কেঁদে ফেললেন দেবযানী মুখ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব মামলার নিষ্পতি হোক চান তিনি। সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলায় অন্যতম অভিযুক্তদের মধ্যে দেবযানী একজন। বুধবার প্রায় পাঁচ বছর পর সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলার চার্জ গঠন হল। এর আগে বেশ কয়েকবার অসুস্থতার কারনে সুদীপ্ত সেন বালুরঘাট জেলা আদালতে অনুপস্থিত ছিলেন। ফলে চার্জ গঠন সম্ভব হয়নি। এদিন সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলা অভিযুক্ত সকলেই আদালতে হাজির ছিল। সবার উপস্থিতিতেই এদিন মামলার চার্জ গঠন হয়।এদিন সকালে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সুদীপ্ত সেন ও দেবযানী মুখ্যোপাধ্যায়কে বালুরঘাট আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস প্রতারিত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক ব্যাক্তি মামলা করেন। সেই অভিযোগের ভিত্তিতে সারদা কর্তা সুদীপ্ত দেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের হয়েছিল। ২০১৩ সাল থেকেই এই মামলা চলে আসছে বালুরঘাট আদালতে। এর আগেও বেশ কয়েকবার সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়দের বালুরঘাট আদালতে আসতে হয়েছিল। তবে মামলার সব অভিযুক্তরা এক সঙ্গে উপস্থিত না থাকায় এতদিন মামলার চার্জ গঠন সম্ভব হয়নি।এদিন এই মামলার‍্য সকলে হাজির ছিল জেলা অতিরিক্ত দায়রা আদালতে। সকলের উপস্থিতিতে এদিন মামলার চার্জ গঠন হয়। দীর্ঘ পাঁচ বছর পর এদিন সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলা চারর গঠন হয়। আগামী ২৬ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত মামলার স্বাক্ষকারীদের বয়ান নেওয়া হবে। স্বাক্ষ প্রমাণের পর মামলার রায় শোনাবেন বিচারক। অন্য দিকে মামলার দ্রুত নিষ্পতি চেয়ে বিচারকের কাছে কেঁদে ফেলেন দেবযানী মুখ্যোপাধায়। দ্রুত মামলার নিষ্পতির জন্য বিচারকের কাছে আবেদন করেন তিনি।

এবিষয়ে সরকারী আইনজীবী সুভাষ চাকী জানান, সারদা ট্যুর এন্ড ট্র্যাভেলস মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সকলের উপস্থিতিতে এদিন জেলা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক নিজামউদ্দিন আহমেদ চার্জ গঠন করেন। এবং আগামী ২৬ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত স্বাক্ষকারীদের বয়ান নেওয়া হবে বলে বিচারক জানিয়েছেন তিনি।