শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা , নার্সিংহোম ভাঙচুর

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০১৮
news-image

এক মহিলা  রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীতে। মৃতার নাম মরুনী বিবি(১৯)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চড়াবিদ্যা মিশন বাজার এলাকায়। ভুল চিকিৎসার জন্য গর্ভবতী ঐ মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় এক নার্সিংহোমে  ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে বাসন্তী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে।


প্রসব যন্ত্রণা নিয়ে  চড়াবিদ্যা মিশন বাজারের মা মানোয়ারা নার্সিংহোমে ভর্তি হন মরুনী বিবি। সেখানে নার্সিংহোমের চিকিৎসকরা জানান সিজার ছাড়া সন্তান প্রসব সম্ভব নয়। সেজন্য প্রায় আট হাজার টাকা লাগবে। নার্সিংহোম কর্তৃপক্ষের কথা অনুযায়ী সেই টাকা দিতে রাজী ও হন পরিবারের লোকেরা। কথা মত বুধবার সকালে অপারেশনের কাজ শুরু করেন ঐ নার্সিং হোমের চিকিৎসক। কিন্তু অপারেশন শুরুর কিছুক্ষণ বাদেই নার্সিংহোমের তরফ থেকে জানানো হয় রুগীর অবস্থা আশঙ্কাজনক্ক তাকে অন্যত্র স্থানান্তর করতে হবে। অঞ্জান অবস্থায় রুগীকে  অন্যত্র চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে ঐ মহিলার। এই খবরে উত্তেজিত হয়ে পড়েন মরুনীর পরিবারের সদস্যরা। তারা নার্সিংহোমে ফিরে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় ঐ অভিযুক্ত নার্সিংহোমে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে বাসন্তী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নার্সিংহোমের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত ও শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।