বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েতে অন্তর্বতী স্থগিতাদেশ সময় বাড়ল আরও একদিন

News Sundarban.com :
এপ্রিল ১৭, ২০১৮
news-image

আজও ফয়সলা হল না ভোট কবে হবে ৷ বুধবার ফের পঞ্চায়েত মামলার শুনানি ৷ সকাল ১০.৩০ টায় সিঙ্গেল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি হতে চলছে কলকাতা হাইকোর্টে ৷ পঞ্চায়েতে অন্তর্বতী স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ এদিন হাইকোর্টে মামলার আবেদন গ্রহণ না করার জন্য সওয়াল করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ নিয়েও প্রশ্ন তুললেন তিনি ৷ তৃণমূল সাংসদ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নির্দেশ এদিন স্মরণ করিয়ে দেন ৷ বলেন, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এহেন অবস্থায় আদালত নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না ৷ তাই পঞ্চায়েত অন্তর্বর্তী স্থগিতাদেশ সংবিধান বিরোধী বলে এদিন সওয়াল করলেন তিনি ৷ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে অন্তর্বতী স্থগিতাদেশ প্রত্যাহারের আর্জি জানান তৃণমূল আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে সওয়াল করেন তিনি। মূলত ২৪৩ (O) ধারার ওপরই জোর দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর হস্তক্ষেপ করতে পারে না আদালত।