বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবায় শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ ,আহত ৫

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০১৮
news-image

শাসকদলের  গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা থানার শম্ভুনগরে। ণমূল কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে স্থানীয় যুব ণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার সকালে স্থানীয় ণমূল প্রার্থী তাজমিরা বিবির সমর্থনে দেওয়াল লেখার সময় ণমূল কর্মীদের উপর চড়াও হয় স্থানীয় যুব ণমূল নেতা চিত্ত প্রামানিকের অনুগামীরা। বেধড়ক মারধোর করে ণমূল কর্মীদের। ঘটনায় জনা পাঁচেক ণমূল কর্মী জখম হলেও তাদের মধ্যে তারিক আজিজ গায়েনের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় গোসাবা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে  ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব ণমূল কর্মীরা ণমূল কংগ্রেসের দলীয় টিকিট না পাওয়ায় এখানে নির্দল প্রার্থী দিয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গত কয়েকদিন ধরেই রাতে বোমা গুলির লড়াই চলছে দুপক্ষের মধ্যে। অভিযোগ শনিবার সকালে শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় স্থানীয় ণমূল নেতা তথা গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের আনুগামিরা দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লেখার কাজ করার সময় আচমকা তাদের উপর লাঠিসোটা নিয়ে চরাও হয় যুব ণমূল নেতা চিত্ত প্রামানিকের লোকেরা। বেধড়ক মারধোর করে মোক্তার গায়েন, তারিক আজিজ গায়েন, সাহিদ মন্ডলদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে স্থানীয় ক্যম্পের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ণমূল কর্মীদের অভিযোগ এবার পঞ্চায়েত ভোটে এই যুব ণমূল কর্মীরা দলের টিকিট না পাওয়ায় নিজেরা নির্দল প্রার্থী দিয়েছে। উপরন্তু এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এই ধরনের হামলার ঘটনা ও ঘটাচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি।

Attachments area