বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০ দিনের কাজে অসামান্য সাফল্য রাজ্যের

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

১০০ দিনের কাজের রাজ্যের সাফল্য চোখে পড়ার মত। এই কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের কর্মসংস্থান তৈরী রাজ্য পঞ্চায়েত দপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০১৫-১৬ সালে রাজ্যের শ্রম বাজেট ছিল ২২.২ কোটি শ্রমদিবস সৃষ্টি করার। বাস্তবে, ২৮.৬৬ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। ২০১৬-১৭ সালে ১৮.৭৭ কোটি শ্রমদিবস সৃষ্টি করার লক্ষ্য ছিল। বাস্তবে, ২৩.৫৬ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। ২০১৭-১৮ সালের শ্রম বাজেটে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ২৬.০২ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে, যেখানে সারা বছরের লক্ষ্য ছিল ২৩ কোটি কর্মদিবস তৈরী করার। ২০১৫-১৬ সালে শ্রমদিবস তৈরীতে দেশের মধ্যে দ্বিতীয়, ২০১৬-১৭ সালে তৃতীয় হয় রাজ্য। বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলস্বরূপ, কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড ফর এক্সসেলেন্স পেয়েছে রাজ্য।