শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাম ধর্মঘটে স্বাভাবিক জনজীবন

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে অশান্তি ছড়িয়েছে, তার প্রতিবাদে আজ ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। কিন্তু ধর্মঘটে শহরের জনজীবনে যে বিশেষ কোনও প্রভাব পড়েনি ৷ সেটা রাস্তায় বেরোলেই বোঝা সম্ভব ৷ সকাল ৬টা থেকে বনধ শুরু হলেও রাস্তায় যান চলাচল স্বাভাবিক ৷ চলছে সরকারি-বেসরকারি যানবাহন ৷ ট্রেন চলাচলও স্বাভাবিক ৷পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে অশান্তি ছড়িয়েছে, তার প্রতিবাদে আজ ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। কিন্তু ধর্মঘটে শহরের জনজীবনে যে বিশেষ কোনও প্রভাব পড়েনি ৷ সেটা রাস্তায় বেরোলেই বোঝা সম্ভব ৷ সকাল ৬টা থেকে বনধ শুরু হলেও রাস্তায় যান চলাচল স্বাভাবিক ৷ চলছে সরকারি-বেসরকারি যানবাহন ৷ ট্রেন চলাচলও স্বাভাবিক ৷
লেকটাউনে ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল। যাদবপুর এইট বি এলাকায় ধর্মঘটের সমর্থনে প্রথমে জমায়েত করে বামেরা। পরে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করে বিভিন্ন এলাকায় ঘোরে তারা। অশান্তি রুখতে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। যাদবপুর, রুবি মোড়, হাজরা, এসপ্ল্যানেড সহ শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। বাস ট্রাম চলছে। মিলছে ট্যাক্সিও। অন্যদিনের মতই সচল বিমানবন্দর। তবে শিয়ালদহ স্টেশন থেকে কিছুটা দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক।
বনধে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জেলাগুলিতেও ৷ বীরভূমে ধর্মঘটের প্রভাব পড়েনি ৷ সিউড়িতে সরকারি-বেসরকারি বাস চলছে ৷ বীরভূমের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ ৷