বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কমনওয়েলথে শ্যুটিংয়ে সোনা পেলেন ভারতের ১৫ বছরের অনীশ ভানবাল

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

এখনও পর্যন্ত ভারত পেয়েছে ১৬টি সোনার পদক। পদক তালিকায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর আমরা ৩ নম্বরে।দেশকে গর্বিত করলেন দুই বন্দুকবাজ তেজস্বিনী সাবন্ত ও অঞ্জুম মৌদগিল।তেজস্বিনী সাওয়ান্তের পর ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ১৫ বছরের অনীশ ভানওয়ালা। কমনওয়েলথ গেমসে ভারতের ১৬ তম সোনা এল অনীশের হাত ধরেই। শুক্রবার সকালে গোল্ড কোস্টে ইতিহাস গড়লেন ভারতীয় শুটার অনীশ ভানওয়ালা। কনিষ্ঠতম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন হরিয়ানার সোনিপতের ১৫ বছরের অনীশ। শুধু তাই নয় একই সঙ্গে গেমস রেকর্ডও গড়েছেন তিনি। এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন অনীশ। ফাইনালে তিনি স্কোর করেন ৩০। প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিয়েই ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন অনীশ। গোল্ড কোস্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ১৬ বছর বয়সী শুটার মানু ভেকেরও। কমনওয়েলথে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে মানুর সোনার পদক জয়ের সেই নজিরকেও পিছনে ফেলে দিলেন ১৫ বছর বয়সী শুটার অনীশ ভানওয়ালা।